তেলাপোকা মারার কীটনাশক খেয়ে ঢামেকে ভর্তি দুই শিশু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৬ অক্টোবর ২০২১

রাজধানীর ফকিরাপুলে তেলাপোকা মারার কীটনাশক খেয়ে মিম (৪) ও ইসমাইল (৩) নামে ভাইবোন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাদের দুজনকে ঢামেকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা তাদের হাসপাতালের দুটি ওয়ার্ডে ভর্তি করান।

ওই দুই শিশুর বাবা জুবায়ের হোসেন বলেন, আমার ঘরে তেলাপোকা মারার কীটনাশক ছিল। আমার ছেলে ও মেয়ে অসাবধানতাবশত তেলাপোকা মারার কীটনাশক খেয়ে ফেলে। পরে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসি। স্টোমাক ওয়াশের পরে মিমকে ২০৪ নম্বর এবং ইসমাইলকে ২০৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ফকিরাপুল থেকে দুই শিশু তেলাপোকা মারার কীটনাশক খেয়ে অসুস্থ হলে তাদের ঢামেকে আনা হয়েছে। মিম ও ইসমাইল নামে তাদের দুজনকে হাসপাতালের ২০৪ ও ২০৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কাজী আল আমিন/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।