ভৈরবে অস্ত্রসহ নৌডাকাত শাহিন গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০৬ অক্টোবর ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত নৌডাকাত মো. শাহিনকে গ্রেফতার করছে নৌপুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টায় পৌর শহরের কালীপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহিন পৌর শহরের কালিপুর উত্তরপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিরাজ মিয়ার ছেলে।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ভৈরব নৌপুলিশ ইউনিটের ইনচার্জ মো.সাইদুর রহমান এর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়ার সঙ্গীয় অফিসারসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় কুখ্যাত নৌডাকাত শাহিনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলি।

এ বিষয়ে ভৈরব নৌপুলিশের ইউনিট ইনচার্জ মো.সাইদুর রহমান জানান, কুখ্যাত নৌডাকাত শাহিনের বিরুদ্ধে ভৈরব থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সেসব মামলার ওয়ারেন্ট আসামি হিসেবে তাকে ধরতে অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।

এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।