সম্পত্তি লিখে না দেওয়ায় স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৬ অক্টোবর ২০২১
ফাইল ছবি

নাটোরের বাগাতিপাড়ায় স্বামীকে দীর্ঘদিন ধরে নির্যাতনের পর হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে। পরে বিষয়টি আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়। এ ঘটনায় স্ত্রী কানিজ ফাতেমাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে দয়ারামপুর ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বরাত আলী (৪৫) কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, স্বামীর প্রথম স্ত্রীর সন্তানদের নিয়ে খুঁটিনাটি বিষয়ে রেগে যেতেন দ্বিতীয় স্ত্রী। একই বিষয় নিয়ে স্বামী বরাত আলীকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিলেন। এছাড়া বরাত আলীর সম্পদ তার নামে লিখে না দেওয়ায় কয়েক দিন আগে কানিজ ও তার ভাইয়েরা মিলে তাকে ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করে। এসময় তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। পরে মঙ্গলবার বিকেলে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে হত্যা করা হয় বলে জানান বরাত আলীর প্রতিবেশীরা।

প্রতিবেশীরা জানান, কানিজ ফাতেমার বাড়ির লোকজন বরাত আলী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচারের চেষ্টা করে। কিন্তু মৃত বরাত আলীর শরীরে নির্যাতনের আলামত দেখে পুলিশ স্ত্রী কানিজ ফাতেমাকে আটক করে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রী কানিজ ফাতেমাকে আটক করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।