খুলনায় অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০৫ অক্টোবর ২০২১

খুলনার তেরখাদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকান ও মালামাল রাখার গুদাম আগুনে পুড়ে গেছে। এতে দুই কোটি টাকার ক্ষতির হয়ে বলে ব্যবসায়ীদের দাবি।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এক ঘণ্টা চেষ্টারপর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বিজ্ঞাপন

আগুনে সুধীর সাহা, কালু সাহা, হামিদ শেখের মুদির দোকান, অসীম সাহার রাইচ মিল, ইশারুলের চালের দোকান, বিধান সাহার টিনের দোকান, রাইচ মিল, তেল-পেট্রোল-চালের গোডাউনসহ অন্তত ১৫ দোকান পুড়ে যায়।

তেরখাদা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক কচি বলেন, মুদি দোকানদার সুধির সাহা দোকানে পিচ গলাতে গিয়ে আগুনের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রূপসার সেনেরবাজার ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নূর ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে সব মিলিয়ে ১০-১৫ দোকান, রাইচমিল ও মালামালের গুদাম পুড়ে যায়।

তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, কয়েকটি দোকানের সব মালামাল পুড়ে গেছে। কিছু দোকানের আংশিক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

আলমগীর হান্নান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।