পুলিশ ভেবে ভয়ে নদীতে ঝাঁপ, সকালে মিললো মাদকসেবীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৫ অক্টোবর ২০২১

 

চাঁদপুরে দুই যুবক মাদক সেবনের সময় টর্চ লাইটের আলো দেখে পুলিশ উপস্থিতি মনে করে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে একজন নিখোঁজ ছিলেন। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহত যুবকের নাম রুবেল হোসেন (১৯)। তিনি পুরানবাজার মেরকাটিজ রোডের হুমায়ুন বেপারীর ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।

পুলিশ জানায়, সোমবার (৪ অক্টোবর) দিনগত রাতে ডাকাতিয়া নদীর ৫ নম্বর ঘাটে দুজন বসে মাদক সেবন করছিলেন। জনৈক ব্যক্তি নদীর পাড়ে টর্চ লাইট মারার কারণে তারা পুলিশ ভেবে নদীতে ঝাঁপ দেন। এ সময় রুবেল ডাকাতিয়া নদীতে তলিয়ে গেলেও তার সঙ্গে থাকা অন্যজন নদী থেকে তীরে উঠে আসতে সক্ষম হন।

death1

পুরানবাজার ফায়ার সার্ভিসের ফায়ার লিডার সিদ্দিকুর রহমান বলেন, দীর্ঘ সোয়া দুই ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে নিহত রুবেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।

নজরুল ইসলাম আতিক/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।