পিকআপের সিটের পেছনে মিললো ৩৮ কেজি গাঁজা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:০৭ এএম, ০৪ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৮ কেজি গাঁজা ভর্তি একটি পিকআপ আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

রোববার (৩ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে পিকআপটি আটক করা হয়। এসময় পুলিশের ধাওয়ায় পিকআপটি সড়কের পাশে রেখে পালিয়ে যায় চালক।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিউটি করার সময় সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ঢাকাগামী সন্দেহজনক পিকআপটিকে থামার সংকেত দিলে সেটি দ্রুতগতিতে চলে যেতে থাকে। এসময় হাইওয়ে পুলিশের টহল দলও গাড়ির পিছু নিয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় পৌঁছালে পিকআপের চালক চালক গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে চালকের সিটের পেছনে বিশেষ কায়দায় লুকানো ১৯ প্যাকেট গাঁজা জব্দ করা হয়। প্রতি প্যাকেটে দুই কেজি করে মোট ৩৮ কেজি গাঁজা রয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এস কে শাওন/এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।