রংপুরে একই মঞ্চে পাঁচ মেয়র প্রার্থী


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২১ ডিসেম্বর ২০১৫

রংপুরের বদরগঞ্জ পৌর নির্বাচনে পাঁচ মেয়ের প্রার্থী এক মঞ্চে দাঁড়িয়ে একে অপরের হাতে হাত রেখে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন। সেই সঙ্গে নির্বাচনী আচরণবিধিও মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন।  সোমবার সকাল ১০টায় স্থানীয় জিতেন দত্ত বিজয় মঞ্চে জনগণের সঙ্গে মুখোমুখি অনুষ্ঠানে এ অঙ্গীকার করেন প্রার্থীরা।

অনুষ্ঠানের আয়োজন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এ সময় প্রার্থীরা উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

জনগণের মুখোমুখি হওয়া মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের উত্তম কুমার সাহা (নৌকা), বিএনপির পরিতোষ চক্রবর্তী (ধানের শীষ), জাতীয়পার্টির লাতিফুল খাবীর (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির শামিম আরা বেগম (আম)। ছয় মেয়র প্রার্থীর মধ্যে জনগণের মুখোমুখি হননি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আব্দুল বাকী (হাতপাখা)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুজনের বদরগঞ্জ উপজেলা সভাপতি সাবেক অধ্যক্ষ আফজাল হোসেন। বক্তব্য রাখেন- সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, রংপুর জেলা মহানগর সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, বদরগঞ্জ উপজেলা সুজনের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান প্রমুখ।  

জিতু কবীর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।