গলায় খাবার আটকে প্রাণ গেলো শিশুর
শ্বাসনালীতে হাড়যুক্ত মাংস আটকে আব্দুল্লাহ আল মামুন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ অক্টোবর) বিকেলে নড়াইলের লোহাগড়ায় এ ঘটনা ঘটে।
মৃত মামুন লোহাগড়া শহরের লক্ষ্মীপাশা এলাকার কাঠ ব্যবসায়ী রাশেদ খন্দকার জুনায়েতের ছেলে। সে আরএল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো।
মৃত মামুনের স্বজনরা জানান, মামুন ও তার এক বন্ধু বিকেলে থানার সামনে ‘কাজী ফার্মস’ নামে একটি ফাস্ট ফুডের দোকানে চিকেন মিটবন খেতে যায়। খাওয়ার একপর্যায়ে মামুনের শ্বাসনালীতে হাড়যুক্ত মাংস আটকে যায়। দ্রুত তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কাজী ফার্মসের মালিক সোহাগ জানান, শিশুটি তার দোকানে চিকেন মিটবন খেতে বসে। খাবারের সময় তার গলায় চিকেন মিটবনের মাংস আটেক যায়। তখন দোকানের কর্মচারীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে শিশুটির মৃত্যু হয়।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বিপাশা মোশারফ বলেন, জরুরি বিভাগে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার গলার শ্বাসনালীতে খাবার আটকে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন এর সত্যতা নিশ্চিত করেছেন।
হাফিজুল নিলু/এসজে