শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলবে সোমবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৩ অক্টোবর ২০২১

অডিও শুনুন

শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালানো হবে সোমবার। পদ্মা নদীতে স্রোতের গতিবেগ কমে আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, গত দুইদিন শিমুলিয়া-বাংলাবাজার রুটে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ’র একটি বিশেষজ্ঞ দল সার্ভে করেছে। এসময় তারা নদীতে স্রোতের গতিবেগ কম দেখতে পান। ফলে সোমবার থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চালানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে ফেরি চালানো সফল হলে সব ফেরিই পুরোদমে চালানো হবে। এজন্য ফেরিও প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাবাজার ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার মো. সালাহউদ্দিন বলেন, সোমবার পরীক্ষামূলকভাবে ফেরি চালানোর জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) মো. আশিকুজ্জামান বলেন, পদ্মা নদীতে স্রোতের গতিবেগ কমে এসেছে। সার্ভে এরইমধ্যে শেষ হয়েছে। সোমবার পরীক্ষামূলকভাবে ফেরি চালানো হবে। সফল হলে পুরোদমে ফেরি চলবে এ রুটে।

উল্লেখ্য, পদ্মাসেতুর পিলারে একাধিক ফেরির ধাক্কার ঘটনায় দুর্ঘটনা এড়াতে ১৮ আগস্ট থেকে সব ফেরি সার্ভিস বন্ধ রয়েছে।

একে এম নাসিরুল হক/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।