টাঙ্গাইলে অবৈধ ড্রেজার মেশিন জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২১ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

টাঙ্গাইলের পূর্বাঞ্চলে বংশাই ও ঝিনাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলার কারণে ২০টি ছোট বড় ড্রেজার মেশিন জব্দ করেছে বাসাইল উপজেলা প্রশাসন। সোমবার সকালে এ সকল ড্রেজার মেশিন জব্দ করা হয়।

ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হওয়ার ফলে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এদিকে, ড্রেজার মেশিন জব্দ হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ ব্যাপারে বাসাইলের সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আহসান বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের ক্ষতি হয় এমন কাজকে কখনই প্রশ্রয় দেয়া হবে না।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।