পীরগাছার ৮ ইউনিয়নে নৌকা প্রত্যাশী ৩৩ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০২ অক্টোবর ২০২১
ছবি : সংগৃহীত

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর রংপুরের পীরগাছা উপজেলার আট ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন প্রার্থীরা। ইতিমধ্যে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছেন ৩৩ প্রার্থী।

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের কাছে এসব আবেদনপত্র জমা দেন প্রার্থীরা। এর মধ্যে উপজেলার পারুল ইউনিয়নের তিন, ইাকুমারীতে চার, অন্নদানগরে তিন, ছাওলায় ছয়, তাম্বুলপুরে আট, পীরগাছা সদরে একজন, কৈকুড়ীতে চার এবং কান্দি ইউনিয়নের চারজন রয়েছেন।

আবেদনকারী সবাই আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনে জড়িত বলে আবেদনে উল্লেখ রয়েছে।

এদিকে, তফসিল ঘোষণার পর প্রার্থীরা নানাভাবে শোডাউন করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। পাড়া-মহল্লা ও চায়ের দোকানে শুরু হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন শনিবার (২ অক্টোবর) বিকেলে জানান, আবেদনপত্র যাচাই-বাছাই করে জেলায় পাঠানো হবে। তারা সুপারিশ করে প্রতীক বরাদ্দের জন্য কেন্দ্রে পাঠাবেন। তবে আমরা চাই সৎ, যোগ্যরাই আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করুক।

জিতু কবীর/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।