কুমার নদীতে ভেলাবাইচ দেখতে মানুষের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০২ অক্টোবর ২০২১

ফরিদপুরে কুমার নদীতে ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) বিকেলে শহরতলির পারচরের দায়বাড়ী ঘাটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল থেকে শত শত মানুষ নদীর দুই পাশে উপস্থিত হন ভেলাবাইচ দেখতে।

ফরিদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক।

jagonews24

দক্ষিণ কোমরপুর যুবসংঘ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, পৌর মেয়র অমিতাভ বোস, কাউন্সিলর হানিফ শেখ, সংরক্ষিত কাউন্সিলর জয়গুন বেগম, ভেলাবাইচের উদ্যোক্তা ওবাইদুর রহমান, মানজারুল ইসলাম রানা প্রমুখ।

jagonews24

প্রতিযোগিতায় ২৫ ভেলা অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেন শ্যামল ও আমিন। এছাড়া ১০ ভেলায় ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার মানুষদের উপস্থিতি ছিল।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।