এক জালেই ২১ কেজির বাঘাইড় ১৫ কেজির কাতল
রাজবাড়ী গোয়ালন্দে পদ্মা নদীতে জেলে সাইয়ুম হলদারের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির বাঘাইড় ও কাতল মাছ।
শনিবার (২ অক্টোবর) সকালে নদীর অন্তার মোড় এলাকায় মাছ দুটি ধরেন তিনি। বাঘাইড়ের ওজন ২১ এবং কাতল ১৫ কেজি।
খবর পেয়ে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যাবসায়ী সম্রাট শাজাহান শেখ বাঘাইড়টি ১২০০ টাকা কেজি দরে ২৫ হাজার ২০০ এবং কাতল ১৩৫০ টাকা দরে ২০ হাজার ২৫০ টাকায় কিনেন।
ব্যাবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, জেলে সাইয়ুম মাছ দুটি ধরেই তাকে জানায়। বাঘাইড়টি এক হাজার ২০০ এবং কাতলটি ১৩৫০ টাকা কেজি দরে কিনে নেই। পরে ঢাকার এক ব্যাবসায়ীর কাছে কাতলটি ১৪০০ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় বিক্রি করেছি। বাঘাইড়টি বিক্রির জন্য ফেরির পন্টুনে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, পদ্মায় পানি কমতে শুরু করায় নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে।
রুবেলুর রহমান/এএইচ/এএসএম