পঞ্চম দফায় মোংলা বন্দরে পৌঁছালো মেট্রোরেলের ইঞ্জিন-কোচ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০১:২৭ পিএম, ০২ অক্টোবর ২০২১

মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্রোরেলের আরও চারটি ইঞ্জিন ও আটটি কোচ। শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ইঞ্জিন ও কোচ নিয়ে বন্দরের ৯ নম্বর জেটিতে পৌঁছায় জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’।

জানা যায়, বন্দর, কাস্টমস ও এজেন্টের প্রয়োজনীয় সব কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর শুরু হয় ইঞ্জিন ও কোচগুলো জাহাজ থেকে খালাস করে রাখা হচ্ছে পরিবহন বার্জে (নৌযানে)। ১৫ দিন আগে জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে জাহাজটি।

jagonews24

বিদেশী জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের’ জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান জানান, পঞ্চম দফায় মেট্রোরেলের চারটি ইঞ্জিন ও আটটি কোচ এসেছে। এগুলো খালাস শেষে নদীপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে পাঠানো হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, সর্বপ্রথম গত ৩১ মার্চ ‘এমভি এসপিএম ব্যাংকক’ জাহাজে মেট্রোরেলের ছয়টি কোচ আসে। তারপর থেকে ধারাবাহিকভাবেই মোংলা বন্দর দিয়ে ইঞ্জিন ও কোচ আসছে। এর আগে ৫ মে ‘এমভি ওশান গ্রেস’ জাহাজে ছয়টি বগি, ২০ জুলাই ‘এমভি হরিজন-০৯’ জাহাজে ১০টি বগি ও দুটি ইঞ্জিন, ১২ সেপ্টেম্বর চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে ‘এমভি প্রেসার্স কোরাল’ মোংলা বন্দরে এসে পৌঁছায়।

মো. এরশাদ হোসেন রনি/ এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।