সাতক্ষীরার দুটি পৌরসভায় ১৯ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২১ ডিসেম্বর ২০১৫

আসন্ন পৌরসভা নির্বাচনে সাতক্ষীরা সদর পৌরসভায় ৩১টি ও কলারোয়া পৌরসভায় ৯টি কেন্দ্র রয়েছে। সাতক্ষীরা সদরে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ১৪টি, সাধারণ গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ১৭টি চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, কলারোয়া পৌরসভায় ৯টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) পাঁচটি ও সাধারণ গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চারটি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এনামুল হক জাগো নিউজকে জানান, সাতক্ষীরার দুটি পৌরসভায় ৪০টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ১৯টি ও সাধারণ গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে ২১টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রগুলোকে একজন এসআইয়ের নেতৃত্বে পাঁচজন কনস্টেবল ও সাধারণ গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রে একজন এসআইয়ের নেতৃত্বে চারজন কনস্টেবল নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

প্রতিটি কেন্দ্রে ১৪ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সাতক্ষীরা সদর পৌরসভায় চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলারোয়া পৌরসভায় দুইজন ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। সদর পৌরসভায় নয়টা ভ্রাম্যমান ও কলারোয়া পৌরসভায় চারটা ভ্রাম্যমান টিম কাজ করবে।

তিনি আরও বলেন কলারোয়া পৌরসভাকে সার্বক্ষনিক নিরাপত্তার দেখভাল করার জন্য একজন করে এএসপি দায়িত্বে থাকবেন।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।