চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিলেন প্রায় ৪৪ লাখ টাকা, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১২:২২ পিএম, ০২ অক্টোবর ২০২১

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও নেত্রকোনা মেডিকেল কলেজের বিভিন্ন পদে নিয়োগের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে নেত্রকোনা মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে শহরের অজহর রোড এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

গ্রেফতাররা হলেন-ঢাকার হাজারীবাগের রায়ের বাজার এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে মুহাম্মদ রেজাউল হক ওরফে টিটু (৪৫), গাজীপুরের শ্রীপুরের গলধাপাড়া এলাকার মৃত আবদুল হেকিমের ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৯) ও নেত্রকোনা পৌরসভার কাটলী এলাকার আবদুল হেকিমের ছেলে আবু সায়েম (৩০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিভিন্ন পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে জেলার বিভিন্ন এলাকার সাতজনের কাছ থেকে ৪৩ লাখ ৬০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেন ওই তিন প্রতারক। পরে পোস্ট অফিসের মাধ্যমে নিয়োগপত্র আসলে কয়েকজন চাকরি প্রার্থীর সন্দেহ হয়। বৃহস্পতিবার বিকেলে টাকা নিতে নেত্রকোনার অজহর রোডে আসলে তাদের আটক করে এলাকাবাসী। এসময় তাদের কাছ থেকে ২ লাখ টাকা ফেরত নেওয়া হয়। পরে থানায় খবর দেন তারা।

পুলিশ জানায়, নিয়োগ নিয়ে প্রতারণার মূল হোতা মুহাম্মদ রেজাউল হক টিটু ওরফে রেজা ভান্ডারী (৪৮)। তিনি কখনো প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবার কখনো এনএসআই এর কর্মকর্তা পরিচয় দিয়ে এসব প্রতারণা করেছেন। আটকের পর তিনি নিজের পরিচয় দেন বাউল শিল্পী ও সিএনএন এর অনলাইন সাংবাদিক হিসেবে। প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা ব্র্যাক ব্যাংক, বিকাশ, রকেট ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়।

নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল রানা জানান, সদর উপজেলার উলুয়াটী গ্রামের মো. নাজমুল হাসান খান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। তাদেরকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/ এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।