যশোরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ১০:০৮ পিএম, ০১ অক্টোবর ২০২১
ফাইল ছবি

যশোরের শার্শায় পারিবারিক কলহের জেরে ঝর্ণা খাতুন (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার (১ অক্টোবর) সকালে উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফারুক পলাতক রয়েছেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ১০ বছর আগে ঝর্ণা খাতুনের সঙ্গে বিয়ে হয় ফারুক হোসেনের। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। ফারুক পেশায় গরু ব্যবসায়ী। বিয়ের প্রথমে তাদের সংসার ভালো চললেও গত কয়েক বছর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। এর জেরে বৃহস্পতিবার রাতে ফারুক স্ত্রী ঝর্ণাকে মারধর করেন। পরে সকালে ঘরের আড়ার সঙ্গে ঝর্ণার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

গৃহবধূর ভাই তরিকুল অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে যৌতুকের জন্য ফারুক বোনকে নির্যাতন করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেন। তার সুখের কথা ভেবে বেশ কয়েকবার তাকে টাকাও দিয়েছি। গত কয়েকদিন ধরে আবারও আড়াই লাখ টাকা দাবি করেন তিনি। সে টাকা দিতে না পারায় নির্যাতন বাড়িয়ে দেন। আমার বোন আত্মহত্যা করেননি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।