কুমিল্লা সীমান্তে ক্যামেরুনের নাগরিক আটক


প্রকাশিত: ০৫:৪০ এএম, ২১ ডিসেম্বর ২০১৫

কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে নিকোল সিংড (৩৭) নামের এক ক্যামেরুনের নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লাস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিবির বাজার কোম্পানির অধীন গোলাবাড়ি পোস্টের (বিওপি) দায়িত্বপ্রাপ্ত বিবিজির সদস্যরা তাকে আটক করে।

১০ বিজিবির উপ-অধিনায়ক মোহাম্মদ আতাউল্লাহ জামী জানান, সীমান্তের গোলাবাড়ি বিওপির অদূরে সীমান্ত পিলার নং-২০৮২/৩-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর থেকে ওই বিদেশি নাগরিককে আটক করা হয়। এ সময় তার কাছে বাংলাদেশে প্রবেশের পাসপোর্ট ও ভিসাসহ বৈধ কোনো কাগজপত্র ছিল না। বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি ক্যামেরুনের নাগরিক বলে জানিয়েছেন।

এদিকে বেলা পৌনে ১১ টায় বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটক ওই বিদেশি নাগরিককে কোতয়ালি থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে।
                                    
কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।