নোয়াখালীতে অস্ত্রসহ ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০১ অক্টোবর ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টায় তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

jagonews24

গ্রেফতার জুয়েল একাব্বরপুর গ্রামের আবদুর রবের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাব্বরপুর গ্রামে হাসান আলী মিঝির বাড়িতে অভিযান চালায় বেগমগঞ্জ থানা পুলিশ। এসময় সেখান থেকে সন্ত্রাসী জুয়েলকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল স্থানীয় টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ইকবাল হোসেন মজনু/ এফআরএম/জিকেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।