দুষ্টুমি করতে গিয়ে প্রাণ গেলো শিশু রিয়াদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

ফরিদপুরের সালথায় রাস্তায় পা পিছলে পড়ে গিয়ে রিয়াদ মাতুব্বর (১০) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রিয়াদ উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষণদিয়া এলাকার হাফিজুর মাতুব্বরের ছেলে। সে লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে রিয়াদ মাতুব্বর অপর দুই শিশুসহ তার চাচার সঙ্গে লক্ষণদিয়া গ্রামের খাতপাড়ায় সুন্নতে খতনার দাওয়াত খেতে যাচ্ছিল। লক্ষণদিয়া মাদরাসার কাছে পাকা রাস্তায় রিয়াদ তার ফুপাতো ভাই রিশাদকে খোঁচা দিয়ে দৌড় দেয়। এ সময় রাস্তার পাশে খাদে সে পা পিছলে পড়ে যায়। এতে তার বাম পাঁজরে আঘাত লাগে এবং অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সাথে কথা বলি। মৃত‌্যু নিয়ে পরিবারের কারো আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।