ছুটে আসছিল ট্রেন, কিশোরের সাহসিকতায় রক্ষা পেলেন বৃদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১

দুরন্ত সাহসিকতায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে এক বৃদ্ধকে বাঁচালো স্কুলছাত্র কেফায়েত উল্লাহ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাইপাস রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। দৌড়ে গিয়ে রেললাইন থেকে ওই বৃদ্ধকে সরিয়ে নেওয়ার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

কেফায়েত উল্লাহ আখাউড়া উপজেলার দেবগ্রামের মোজালক মিয়ার ছোট ছেলে। সে উপজেলার দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার বিকেলে কেফায়েত উল্লাহর সঙ্গে কথা জাগো নিউজের। সে বলে, এক মাস ধরে আমি সদর উপজেলার সুলতানপুরে জালালী ফুটবল একাডেমিতে সকাল ৬টা থেকে কোচিং করছি। প্রতিদিন ভোরে আমিসহ এলাকার কয়েকজন ছেলে সেখানে যাই। প্রতিদিনের মতো আমরা আজ ভোর সাড়ে ৫টার দিকে বাইপাস সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে ফুটবল একাডেমিতে যাচ্ছিলাম। যাওয়ার সময় সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন আসায় ব্যারিকেড ফেলা হয়। সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে একটি ট্রেন প্রায় আমাদের কাছাকাছি এসে যায়। এ সময় দেখতে পাই একজন বৃদ্ধ রেললাইন দিয়ে হেঁটে বিপরীত দিকে (ট্রেনের অভিমুখে) যাচ্ছিল।

সে আরও বলে, এ অবস্থা দেখে আমি দৌড়ে গিয়ে ওই বৃদ্ধ লোকটিকে সরিয়ে দিই। আর কয়েক সেকেন্ড দেরি হলেই লোকটি ট্রেনের ধাক্কা খেতো। আমি লোকটির সঙ্গে কথা বলে জানতে পারলাম তিনি কানে শোনেন না। পরে লোকটিকে নিরাপদ স্থানে দাঁড় করিয়ে আমরা একাডেমিতে চলে আসি। হাতে সময় খুব কম থাকায় তার নাম-পরিচয় জিজ্ঞেস করিনি। এ ঘটনাটি আমার সঙ্গে থাকা অন্যরা ভিডিও করে। পরে তা ফেসবুকে ছেড়ে দেয়।

কেফায়েত উল্লাহর এ সাহসিকতার জন্য জালালী ফুটবল একাডেমি থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

জালালী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ শেখ সোহরাব জালালী বলেন, আমাদের একাডেমির অন্যতম উদ্দেশ্য হচ্ছে মাদক থেকে মুক্ত থাকা এবং নিজের জীবন বাজি রেখে অন্যের উপকার করা। কেফায়েত উল্লাহর এ সাহসিকতায় আমরা গর্বিত। ভিডিওতে দেখেছি মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে লোকটিকে সে বাঁচিয়েছে। তার মতো ছেলেদের জন্য আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি। আমরা আগামী রোববার একাডেমির পক্ষ থেকে কেফায়েত উল্লাহকে সংবর্ধনা দেব ও পুরস্কৃত করবো।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।