ফেনীতে ১০০০ কেজি ভেজাল মসলা জব্দ, ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১

ফেনীতে এক হাজার কেজি ভেজাল মসলাসহ সুবল দেবনাথ (৪৯) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে শহরের তাকিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জব্দ ভেজাল হলুদ-মরিচের গুঁড়ার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।

jagonews24

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মসলার মিলে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন সুবল দেবনাথ। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তিনি ফেনীর উত্তর সহদেবপুরের মৃত সাগর চন্দ্র নাথের ছেলে। পরে ওই মিলের ভেতরে ২১টি প্লাস্টিকের বস্তায় এক হাজার কেজি ভেজাল রং, খুদ, কুড়া মিশ্রিত হলুদও মরিচের গুঁড়া উদ্ধার করা হয়।

jagonews24

ফেনীর র‍্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, আটক ভেজাল মসলার কারবারি ও জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

নুর উল্লাহ কায়সার/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।