করোনায় মারা গেলেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিলেট শহীদ সামছুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ তিনি সিলেট শহীদ সামছুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম একাধারে চিকিৎসক এবং জনপ্রতিনিধি হিসেবে সবসময় মানুষের সেবা করেছেন। এর আগেও ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ছাত্রাবস্থায় সিলেট মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি।

সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সার্জন, স্বাধীনতা যুদ্ধের সময় ডিংরাই ইয়ুথ ক্যাম্প ও ডিংরাই রিফউজি ক্যাম্পের চিকিৎসক ছিলেন। ১৯৭৯ সালে ছাতক-দোয়ারা আসনে বাংলাদেশ আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুর রহিম।

লিপসন আহমেদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।