এক কাতলার দাম ৫২ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে মনির হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি কাতলা মাছ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। বিশালাকৃতির মাছটি দেখতে ঘাটে উৎসুক জনতা ভিড় করেন।

মাছটি দৌলতদিয়া ঘাট এলাকায় বিক্রির জন্য নিয়ে এলে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ১৯০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৪০০ টাকায় কিনে নেন। পরে দুই হাজার টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫২ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, নদীতে এখন প্রায় প্রতিদিনই বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার মাছের চাহিদা অনেক। আজ বড় একটি কাতলা ও অনেকগুলো রিটা মাছ ধরা পড়েছিল।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।