দহগ্রাম সীমান্তে ভারতীয় ২৩ মহিষ আটক
লালমনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ধান ক্ষেত থেকে ২৩ ভারতীয় মহিষ ও তিনটি হরিয়ানা গরু আটক করেছেন পাটগ্রাম উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টম্বর) সকাল ৮টায় উপজেলার দহগ্রাম ইউনিয়নের মহিমপাড়া ধান ক্ষেত এসব মহিষ ও গরু আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১টায় আটক গরু ও মহিষ দহগ্রাম পুলিশ ফাঁড়িতে রাখা হয়।
জানা গেছে, দহগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী মহিমপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে গরু ও মহিষ দেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) একটি টিম অভিযান চালায়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ভারতীয় ২৩ মহিষ ও তিনটি হরিয়ানা গরু আটক করে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহিষ এবং গরু আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ/জিকেএস