ফেনী কারাগারে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১

ফেনী জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মফিজুর রহমান (৬১) নামের এক কয়েদি মারা গেছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মফিজুর রহমান সোনাগাজী উপজেলার চরখোঁয়াজ এলাকার আমিনুল হকের ছেলে।

কারাগার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মফিজুর রহমান হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ রোগে ভুগছিলেন। মঙ্গলবার দিনগত রাতে অসুস্থতা বোধ করলে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রিপন নাথ জানান, ওই কয়েদিকে মাঝরাতে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তিনি মারা যান।

ফেনীর জেল সুপার আনোয়ারুল করিম জানান, মফিজুর রহমান দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। তিনি একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন ও একটি ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।