লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষীপুর
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১

লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশা চালক মমিন উল্যাকে হত্যার ঘটনায় দুজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

এদিকে, একই আদালত মাদক মামলায় গিয়াস নামে এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও এক হাজার টাকা জরিমানা করেন।

jagonews24

লক্ষীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন দুইটি রায় ঘোষণার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়ের সময় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোহন আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক। অন্য আসামি তারেক আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, যাবজ্জীবনের আসামি মোহন সদর উপজেলার বিরাহিমপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে ও তারেক রশিদপুর গ্রামের মো. আবদুল্লাহর ছেলে। এছাড়া মাদকে সাজাপ্রাপ্ত গিয়াস টেকনাফের পানখালি এলাকার জালাল উদ্দিনের ছেলে।

কাজল কায়েস/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।