শখের মোটরসাইকেলেই প্রাণ গেলো কলেজছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:৪২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১

ফেনীতে ট্রাকচাপায় সৈয়দ তৌফিকুল ইসলাম (২৩) নামের মোটরসাইকেলে থাকা এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ফেনীর পরশুরাম সড়কের রানীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তৌফিক ফুলগাজী উপজেলার পশ্চিম দরবারপুর গ্রামে সৈয়দ বাড়ির নুরুল আবসারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে প্রাইভেট পড়তে মোটরসাইকেল নিয়ে ফেনী শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তৌফিক। রানীর হাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বাবা আবসার জানান, তৌফিক তার একমাত্র ছেলে। তিনি ফেনী সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। কিছুদিন আগে শখের বশে তাকে মোটরসাইকেলটি কিনে দেওয়া হয়। এখন সেই মোটরসাইকেলেই তার প্রাণ গেলো বলে হাসপাতালের মর্গের সামনে বিলাপ করছিলেন তিনি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

নুর উল্লাহ কায়সার/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।