মুন্সিগঞ্জে ১৬৮ ক্যান বিয়ারসহ তিন ছাত্রলীগকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২১

মুন্সিগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৬৮ ক্যান বিয়ারসহ তিন ছাত্রলীগকর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার পশ্চিম কাজী কসবা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তিন ছাত্রলীগকর্মী হলেন-মুন্সিগঞ্জে জেলা ছাত্রলীগের সদস্য মো. লিমন খান (২৫), ছাত্রলীগকর্মী সাইদুর রহমান আকাশ (২১) ও জাহিদ হোসেন (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জাগো নিউজকে জানান, রাতে পশ্চিম কাজী কসবা এলাকায় বিক্রির উদ্দেশ্যে কয়েকজন বিয়ার মজুদ করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পশ্চিম কাজী কসবা এলাকার পলাতক আসামি সৈকত ভূঁইয়ার দর্জির দোকানের মধ্যে থেকে ১৬৮ ক্যান বিয়ারসহ তিনজনকে আটক করা হয়। এসময় সেখান থেকে আরও একজন পালিয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে আটক তিনজন ছাত্রলীগকর্মী।

তিনি আরও বলেন, মূলত বিক্রির জন্যই এসব বিয়ার মজুদ করা হয়েছিলো। আটকদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরাফাত রায়হান সাকিব/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।