শিশুদের বড় অংশ মৌলিক অধিকার থেকে বঞ্চিত


প্রকাশিত: ০২:১৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫

বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ বলেছেন, শিশুদের বড় একটা অংশ শিক্ষা, স্বাস্থ্যসহ সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তারা আজও মানবেতর জীবনযাপন করছে।

রোববার বিকেলে সিলেট নগরীর উপশহরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে যমযম বাংলাদেশ আয়োজিত শিশু শিক্ষা মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সমাজের এ সকল অবহেলিত, সুবিধা বঞ্চিত দরিদ্র শিশুদের অধিকার রক্ষায় আমাদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

যমযম চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন যমযম বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহবুব ছোবহানী চৌধুরী, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. কামরুল আহসান ও যমযম চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি মো. আব্দুল মুয়িজ চৌধুরী প্রমুখ।

শিক্ষা মেলায় ৮০টি শিক্ষা কেন্দ্রের প্রায় সাড়ে তিন হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।