৩০ মিনিটের ব্যবধানে এক নারীকে দেওয়া হলো দুই ডোজ টিকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

মানিকগঞ্জের হরিরামপুরে ৩০ মিনিটের ব্যবধানে রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীর শরীরে দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। টিকাগ্রহীতা রোকেয়া বেগম ওই ইউনিয়নের মালুচী গ্রামের সাদেক মোল্লার স্ত্রী।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, সকালে স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের টিকাকেন্দ্রে যান রোকেয়া বেগম নামের ওই নারী। দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম ডোজ গ্রহণ করেন তিনি। ৩০-৪০ মিনিট পর একই কেন্দ্রে গিয়ে তিনি দ্বিতীয় বার টিকা নেন। সবার মুখে দুই ডোজের কথা শুনে ওই নারী দুইহাতে দুইবার টিকা নিয়েছেন। দ্বিতীয়বার নেওয়ার সময় প্রথমবারের বিষয়টি তিনি স্বাস্থ্যকর্মীকে জানাননি। পরে তিনি একজনের সঙ্গে শেয়ার করলে ঘটনা জানাজানি হয়।

তিনি আরও জানান, একসঙ্গে দুই ডোজ টিকা নিলেও ওই নারীর কোনো ক্ষতি হবে না। তবে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান জানান, রোকেয়া বেগম হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। তার সঙ্গে এখন কথা বলা যাবে না। তবে তিনি সুস্থ আছেন।

বি.এম খোরশেদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।