টিকাগ্রহীতাদের হাতে নিবন্ধনের কপি তুলে দিলো ‘মানবিক আলো’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে পাঁচ শতাধিক মানুষের হাতে করোনা টিকা নিবন্ধনের কপি তুলে দিয়েছে ‘মানবিক আলো’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন বাড়িতে গিয়ে টিকাগ্রহীতাদের হাতে নিবন্ধনের কপি পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।
এর আগে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘মানবিক আলো’র সদস্যরা প্রান্তিক পর্যায়ে মানুষের বাড়িতে গিয়ে টিকা দিতে উদ্বুদ্ধ করে নিবন্ধন সম্পন্ন করেন। এছাড়াও লকডাউন চলাকালে শত-শত অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ ও প্রতিবন্ধী শিশুদের নতুন পোশাক পৌঁছে দেন তারা।
এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক আলোর পরিচালক উত্তম ঘোষ বলেন, ব্যক্তিগত ও কিছু আপনজনের অর্থেই সংগঠনের কার্যক্রম পরিচালিত হয়। ফলে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এ জন্য বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মাঝে প্রকৃত গরিব-অসহায় ও সুবিধা বঞ্চিতদের চিহ্নিত করে আমাদের সেবামূলক কাজ চলমান আছে।
সংগঠনের সদস্য মো. নাসিম ও মোর্তজা হোসেন বলেন, সমাজে পিছিয়ে পড়া একটি অংশ আছে যারা সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত হন। আমরা তাদের খুঁজে সহযোগিতার চেষ্টা করছি।
মিলন রহমান/আরএইচ/এএসএম