নাটোরে ৪ কোটি টাকার টেন্ডার সিডিউল ছিনতাইয়ের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১

নাটোর সদর হাসপাতালের চার কোটি টাকার টেন্ডার সিডিউল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। পরে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠিয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ভুক্তভোগী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন বলেন, টেন্ডার সিডিউল কিনে ফেরার সময় হাসপাতালের গেটে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া গতিরোধ করেন। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি টেন্ডার সিডিউলটি ছিনিয়ে নিয়ে যান।

news-pic-3.jpg

বিষয়টি জানতে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়ার মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি।

হাসপাতাল সূত্র জানায়, ওষুধ, খাবার, আসবাবপত্রসহ ছয় গ্রুপে প্রায় চার কোটি টাকার টেন্ডার আহবান করে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ১৮ সিডিউল বিক্রি হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিডিউল কেনা যাবে। ৩ অক্টোবর সিডিউল জমা দিতে পারবেন।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।