টাঙ্গাইলে রেলের সিগন্যাল ক্যাবল কেটে গেছে, দুর্ঘটনার শঙ্কা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১

টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশনে নির্মাণকাজ চলাকালীন সিগন্যাল ক্যাবল কেটে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফলে ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রেললাইনে এক ঠিকাদার এস্কেভেটর দিয়ে কাজ করার সময় ক্যাবলটি কেটে যায়।

স্টেশন সূত্র জানা যায়, স্টেশনে কয়েকদিন ধরে প্ল্যাটফর্মের কাজ চলছে। মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দুপুরে কাজ চলাকালীন আটটি সিগন্যাল ক্যাবলের একটি কেটে যায়। ফলে ২ নম্বর লেনের ট্র্যাক সিগন্যাল ফেল করেছে। সিগন্যাল কাজ করছে না। এ কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্টেশনের সিগন্যালের খালাসি জহুরুল হক বলেন, ক্যাবলটি কেটে যাওয়ায় লাইনে চলাচল করা সব ট্রেন হুমকির মুখে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে ক্যাবলটি মেরামত করা হবে।

এ বিষয়ে ঘারিন্দা স্টেশন মাস্টার সোহেল মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।

আরিফ উর রহমান টগর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।