স্বজনের দাফন শেষে ফেরার পথে স্বামীর মৃত্যু, হাসপাতালে স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাসের ধাক্কায় ইয়ামিন আলী (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী বুলবুলি খাতুন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন আলী একই উপজেলার মাদারহুদা গ্রামের মৃত সেকের আলীর ছেলে। ইয়ামিনের স্ত্রী বুলবুলি খাতুনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার শ্রীরামপুর গ্রামে ইয়ামিনের এক নিকটাত্মীয় মারা যান। ইয়ামিন স্ত্রী বুলবুলি খাতুনকে নিয়ে মোটরসাইকেলযোগে সেখানে যান। আত্মীয়ের দাফন সম্পন্ন করে বাড়ি ফিরছিলেন তারা। এসময় আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পৌঁছালে কুষ্টিয়াগামী একটি বাস মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর পড়ে গুরুতর জখম হন ইয়ামিন ও তার স্ত্রী। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। বুলবুলি খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।