নেত্রকোনায় দাফনের ৮ মাস পর ব্যবসায়ীর মরদেহ উত্তোলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১

দাফনের আটমাস পর ইমরুল ইসলাম শেখ নামের এক ব্যবসায়ীর মরদেহ উত্তোলন করেছেন মদন থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের ইকরাটিয়া গ্রামের পারিবারিক কবর স্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। এ সময় আটপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, মদন উপজেলার জাওলা গ্রামের হাবিবুর, হারেছ মিয়া ও আটপাড়া উপজেলার ইকরাটিয়া গ্রামের ইমরুল ইসলাম শেখ দীর্ঘদিন ধরে এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন ব্যবসা করছিল। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সকালে বালু উত্তোলনের জন্য উপজেলার জাওলা মরা নদীর পাড়ে যান ইমরুল ইসলাম শেখ। সেখানে তুচ্ছ ঘটনা নিয়ে বির্তকের এক পর্যায়ে ইমরুল ও তার পাটনার জাওলা গ্রামের শামছু মিয়ার ছেলে আল আমিন, হারেছসহ ৪/৫ জনের মধ্যে হাতাহাতি হয়। ওই দিন ইমরুল ইসলাম বাড়ির সামনে এসে মারা গেলে স্বাভাবিক মৃত্যু বলে দাফন করা হয়।

ঘটনার সাতমাস পর (১৪ আগস্ট) জাওলা বাজারের চায়ের দোকানে ইমরুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে গুঞ্জন সৃষ্টি হয়। পরে নিহতের ছেলে মাইনুল ইসলাম মান্না বাদী হয়ে শামছু মিয়ার ছেলে আলামিনসহ পাঁচজনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ১২ সেপ্টেম্বর মদন থানায় হত্যা মামলা হয়। এ মামলার প্রেক্ষিতে ব্যবসায়ী ইমরুল ইসলামের মরদেহ ময়না তদন্তের জন্য ২৮ সেপ্টেম্বর উত্তোলন করে পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রের উপস্থিতিতে মঙ্গলবার মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা তদন্তাধীন অবস্থায় আছে। তদন্ত শেষে প্রয়োজনীও ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।