৭ কোটি টাকার বেলে পাথরের পিলার খণ্ড জব্দ, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২১

নওগাঁর নিয়ামতপুরে একটি বাড়ি থেকে সাড়ে ১২ মণ ওজনের প্রাচীন বেলে পাথরের পিলার খণ্ড (কষ্টিপাথর সাদৃশ্য) জব্দ করেছে র‌্যাব-৫। এ সময় দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- সুলতানপুর (বুড়িপুকুরিয়া) গ্রামের আব্দুস ছামাদের ছেলে আশিকুল ইসলাম (৩৬) ও মৃত এমতাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৪৮)।

jagonews24

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌকির বলেন, গোপন সংবাদে র‌্যাবের সদস্যরা নিয়ামতপুর উপজেলার সুলতানপুর (বুড়িপুকুরিয়া) গ্রামের আশিকুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। বাড়ি থেকে প্রাচীন বেলে পাথরের একটি পিলারের খণ্ড (কষ্টিপাথর সাদৃশ্য) জব্দ করা হয়। যার ওজন প্রায় ৫০০ কেজি। প্রত্নতাত্ত্বিক এ নিদর্শনটির মূল্য প্রায় সাত কোটি টাকা। এ সময় বাড়ির মালিক আশিকুল ইসলাম এবং তার সহযোগী সাদেকুর রহমানকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতাররা বিভিন্ন ব্যক্তিদের কাছে উল্লেখিত বেলে পাথর সঞ্চয় ও বিক্রির চেষ্টা করছিলো। তারা নিজ এলাকায় মানুষের মধ্যে বিভিন্ন কুসংস্কারমূলক গুজব ছড়াচ্ছিলো। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষ হলে পাথরটি প্রত্নতাত্ত্বিক বদলগাছীর ঐতিহাসিক বৌদ্ধবিহার পাহাড়পুর জাদুঘর হস্তান্তর করা হবে।

আব্বাস আলী/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।