আগুনে রিকশাচালকের সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে এক রিকশাচালকের বসত বাড়ির তিনটি ঘর, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে গেছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাশে থাকা মুনতাজ আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। মুনতাজ আলী ঢাকা শহরে অন্যের রিকশা ভাড়ায় চালান।

jagonews24

স্থানীয়রা জানান, শুকনো পাতা দিয়ে ভাত রান্নার সময় অসাবধানতাবশত ঘরের বেড়ায় আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আগুনে আনুমানিক ৩ লাখ ২০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

jagonews24

স্থানীয় ইউপি সদস্য সোলায়মান আলী বলে, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানাবো।

মো. মাসুদ রানা/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।