কুমিল্লায় অস্ত্র-মাদকসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকসহ খোরশেদ আলম সুমন (৩৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা আদর্শ সদরের চান্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মো. হাসান আলীর ছেলে।

rab

কুমিল্লাস্থ র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় খোরশেদ আলম সুমনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে একটি বাগান বাড়িতে তল্লাশিকরে ৩৩ বোতল বিয়ার, ৪৬ বোতল বিদেশি মদ, ৮৭ বোতল স্কাফ সিরাপ ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি আরও জানান, মামলা দিয়ে তাকে কুমিল্লা কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। পরে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।