সড়কে শাকের বীজ শুকানোয় কৃষককে জরিমানা
মেহেরপুরের গাংনীতে সড়কের ওপর শাকের বীজ শুকানো ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় এনামুল হক নামে এক কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এনামুল হক গাংনী-কাথুলী সড়কের সাহারবাটি নামক স্থানে শাকের বীজ শুকাচ্ছিলেন। এতে পথচারী ও যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম জানান, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনে এনামুল হককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আসিফ ইকবাল/এসজে/জিকেএস