নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১

কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে দুই পর্যটক নিখোঁজের একদিন পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের গোড়াদিঘা এলাকায় হাওরে ভাসমান অবস্থায় রনি (২২) নামে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আলমগীর নামে আরেক যুবক।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

রনি কুমিল্লার লাকসাম উপজেলার কোয়াল বাজার গ্রামের জসিমের ছেলে। আর নিখোঁজ আলমগীর (২০) গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের ছাইদুরের ছেলে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালের দিকে নিকলী বেড়িবাঁধ থেকে দুটি নৌকায় করে ৬০ জনের একটি দল হাওরে ঘুরতে যান। দুপুরের পর নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকার কেওড়া বনের পাশে ঘোড়াউত্রা নদীতে গোসল করতে পানিতে নামেন অনেকে। এসময় অন্যরা নৌকায় উঠে এলেও ওই দুই পর্যটক নিখোঁজ হন। খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হয়।

নূর মোহাম্মদ/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।