পটুয়াখালীতে তাবলিগ সদস্যদের চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে পটুয়াখালীতে তাবলিগ জামাতে আসা ১৩ সদস্যের সবকিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অসুস্থ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে ওঠেন তারা ১৫ জন। সকাল থেকে ধর্মের প্রতি স্থানীয়দের দাওয়াত দেন তারা। এরপর রাতে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েন। ফজরে সময় তাবলিগের দুই সদস্য ঘুম থেকে উঠে বাকি ১৩ সদস্যকে ঘুমাতে দেখে বিষয়টি স্থানীয়দের। পরে অচেতন অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ জানান, ঘটনা জানার পরই পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।