কুমিল্লায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:০০ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২১

কুমিল্লার বুড়িচংয়ে সাপের কামড়ে মরিয়ম আক্তার তম্বী (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাকশীমূল ইউনিয়নের ববাকশিমুল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বাকশীমুল পূর্বপাড়া গ্রামের ওমান প্রবাসী মাহে আলমের মেয়ে। সে স্থানীয় বাকশীমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের চাচা বাকশীমূল ইউনিয়ন যুবলীগ নেতা মো. হাসান রাতে জাগো নিউজকে জানান, বিকেলে তম্বী বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গেলে বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান সাপের কামড়ের চিকিৎসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হয়। পরে তাকে সেখানে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৬টায় মৃত্যু হয়। রাত ৮টার দিকে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।তার মৃত্যুতে বাড়িতে শোকের মাতম চলছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যুর সংবাদ পেয়েছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

জাহিদ পাটোয়ারী/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।