পদ্মার এক কাতলা বিক্রি হলো ৩৬ হাজারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে নারায়ণ হালদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্নেশন এলাকার মজলিসপুরে মাছটি ধরা পড়ে।

মাছটি বিক্রির জন্য দুপুরে দৌলতদিয়া ঘাট এলাকায় নিয়ে আনলে ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ১৭৫০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৩৫০ টাকায় কিনে নেয়। পড়ে তিনি মোবাইল ফোনে যোগাযোগ করে ময়মনসিংহের এক ব্যবসায়ীর কাছে ১৮০০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৩৫০ টাকায় বিশালাকৃতির কাতলা মাছটি বিক্রি করে দেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, প্রতিকেজি ৫০ টাকা লাভে মাছটি এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেই।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।