স্ত্রীকে খুন করার তিনদিন পর দা হাতে স্বামীর আহাজারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:৪০ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১

ময়মনসিংহের নান্দাইলে ইয়াসমিন হত্যা মামলায় তার স্বামী সাদ্দাম হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তিনদিন পর মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাঙাইল ইউনিয়নের শ্রীরামপুর এলাকার হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাদ্দাম হোসেন উপজেলার গাংগাইল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে।

এর আগে শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার গাঙাইল ইউনিয়নের সুরাশ্রম এলাকার একটি হাওর থেকে সাদ্দাম হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, হত্যার পর থেকেই সাদ্দাম হোসেন মানসিকভাবে কিছুটা বিপর্যস্থ হয়ে ওই হাওরেই লুকিয়ে ছিলেন। ঘটনার তিনদিন পর খবর আসে অভিযুক্ত সাদ্দাম দা হাতে হাওরে আহাজারি করছেন। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ সূত্র জানায়, ৮-১০ বছর আগে সাদ্দাম হোসেনের সঙ্গে নেত্রকোনার কেন্দুয়ার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রামের মো. সিরাজের মেয়ে ইয়াসমিনের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। তবে বিয়ের পর প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে তাদের ঝগড়া হতো। কিছুদিন আগে পারিবারিক ঝগড়া মামলা পর্যন্ত গড়ায়। সম্প্রতি বিষয়টি পারিবারিকভাবে সমঝোতা হয়। পরে ইয়াসমিন স্বামীর বাড়িতে ফেরত আসেন।

ঘটনার দিন সন্ধ্যার পর বাড়ি থেকে কিছুটা দূরে নির্জন জায়গা থেকে এক শিশুর কান্নার শব্দ ভেসে আসে। কান্নার শব্দের উৎস খুঁজতে গিয়ে ইয়াসমিনের আক্তারের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। শিশুটি মরদেহের পাশে বসে কান্নাকাটি করছিল। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সোমবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে নিহতের ভাই বকুল মিয়া বাদী হয়ে সাদ্দাম হোসেনসহ পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

মঞ্জুরুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।