দেবীগঞ্জের মেয়র হলেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৯:২২ এএম, ২১ সেপ্টেম্বর ২০২১

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দীক বিজয়ী হয়েছেন। রেল ইঞ্জিন প্রতীকে ২৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আবু বকরের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ২২৪৭ ভোট পান। এছাড়া মো. আসাদুজ্জামান আসাদ ক্যারাম বোট প্রতীকে ১ হাজার ৯৮ ভোট, নুর নেওয়াজ মোবাইল প্রতীকে ১ হাজার ১২৮ ভোট, আখতার হোসেন নিউটন জগ প্রতীকে ১৪৯ ভোট, এফ এস এম মোফাখখারুল আলম বাবু চামচ প্রতীকে ১৫৬ ভোট, সরকার ফরিদুল ইসলাম নারিকেল গাছ প্রতীকে ৩১৪ ভোট, জাকারিয়া ইবনে ইউসুফ ইস্ত্রি মেশিন প্রতীকে ১০৩ ভোট এবং মাসুদ পারভেজ কম্পিউটার প্রতীকে ১০৬ ভোট পান।

সফিকুল আলম/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।