পদ্মায় ধরা পড়লো ৩৫ কেজির বাঘাইড়, ৪৭ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের বিশাল এক বাঘাইড়। সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাছটি বিক্রির জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় নিয়ে যাওয়া হয়।

১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার ৭৫০ টাকায় মাছটি কেনেন ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। পরে তিনি ঢাকার কাঁচপুরে ৪৭ হাজার ২৫০ টাকায় বিক্রি করেন।

raj-(2).jpg

এর আগে বিকেলে দৌলতদিয়া এলাকার পদ্মায় জাল ফেলে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি নুরু হালদারের জালে ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, মাছটি ৪৩ হাজার ৭৫০ টাকায় কিনে মোবাইলে যোগাযোগ করে কেজিতে ১০০ টাকা লাভে ঢাকায় বিক্রি করি।

রুবেলুর রহমান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।