বেনাপোলে সিঅ্যান্ডএফ অফিসের তালা ভেঙে চুরি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোলে (যশোর)
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১

বেনাপোলে সিঅ্যান্ডএফ অফিসের তালা ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে এক নম্বর গোডাউনের সামনের ভবনে এইচ কে রওশন শিপিং লাইন্স লি. এর অফিসে চুরির ঘটনা ঘটে।

সিঅ্যান্ডএফ এজেন্ট সাইফুল ইসলাম লাল্টু বলেন, ‘আমি প্রতিদিনের মতো রাতে অফিস বন্ধ করে বাসায় যাই। সকালে অফিসে এসে দেখি তালা ভেঙে কে বা কারা ল্যাপটপ, টাকা, মূল্যবান কাগজপত্রসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।’

আরেক সিঅ্যান্ডএফ এজেন্ট এবং শহীদ ট্রেডিং এর প্রতিনিধি বকুল হোসেন বলেন, ‘এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। প্রায়ই এখানে অফিস, বাসা-বাড়ি ও ট্রাকে চুরি হয়। আমরা চুরির ভয়ে ঠিকমতো অফিসও করতে পারিনা। সব সময় আতঙ্কে থাকি। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নেওয়া উচিত।’

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ চুরির ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেও একই ভবনে সিঅ্যান্ডএফ এজেন্ট শাহজালালের অফিসে চুরির ঘটনা ঘটে।

মো. জামাল হোসেন/এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।