কয়রায় বনদস্যু রবিউল বাহিনীর ৪ সদস্য আটক
এবার স্থানীয় জেলে বাওয়ালিদের সহযোগিতায় বনদস্যু রবিউল বাহিনীর আরও ৪ সদস্যকে আটক করেছে কয়রা থানা পুলিশ। শনিবার ভোরে উপজেলার সুন্দরবন সংলগ্ন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কাছে শাকবাড়ীয়া নদী থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. ফরিদ (২৬), আকাত (২৭), মজিবর (২৭) রব্বানী (২৫)। তাদের সবার বাড়ি উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে।
পুলিশ জানায়, শনিবার ভোরে উপজেলার সুন্দরবন সংলগ্ন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কাছে শাকবাড়ীয়া নদীতে বনদস্যু ইলিয়াছ-রবিউল বাহিনীর লোকজন নৌকাযোগে জেলে বাওয়ালিদের ঘিরে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশের এসআই ফারুক হোসেন, মনির হোসেন, আজিজুর রহমান, এএসআই মমিন উদ্দীন, মিজানুর রহমানসহ কয়রা থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এ সময় জেলে বাওয়ালিদের সহযোগিতায় ৪ বনদস্যুকে আটক করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য বনদস্যুরা গহীন সুন্দরবনে পালিয়ে যায়। আটকদের কাছ থেকে থেকে ১টি দেশীয় তৈরি বন্দুক ও এক রাউন্ড শর্ট গানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে কয়রা থানায় বনদস্যু ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
আলমগীর হান্নান/এসএস/এমএস