মহাসড়কে দুই শতাধিক অটো-টমটম জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে দুই শতাধিক নিষিদ্ধ অটোরিকশা ও সিএনজি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এসময় পাঁচ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের ১০টি পয়েন্টে এ অভিযান চালানো হয়।

nara1

নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও গাউছিয়া ক্যাম্পের পুলিশ সদস্যরা ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের সাইনবোর্ড, সানারপাড়, শিমরাইল মোড়, মদনপুর, মোগড়াপাড়া, বরপা, তারাব এলাকায় দুই শতাধিক নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি জব্দ করে। পরে প্রতি গাড়িকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে শিমরাইল ও সাইনবোর্ড ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ মশিউর রহমান জানান, হেড কোয়ার্টারের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ১০টি পয়েন্টে একযোগে অভিযান চালানো হয়েছে।

এস কে শাওন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।